বিজ্ঞাপন দিন

কুড়িগ্রামে সিন্ধুক থেকে সাড়ে ২২ হাজার পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ০৭.০২.২০২৩ কুড়িগ্রামের রৌমারী উপজেলা বাড়ির আলমারী ও সিন্দুক থেকে ২২হাজার ৬শ পিস ইয়াবা সহ সাবেক সেনা সদস্যের ছেলেকে আটক করেছে পুলিশ। গোপন সংসবাদেও ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে এই অভিযান চালায় রৌমারী থানা পুলিশ। আটকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী রকিব হাসান রফিক(৩৪)। সে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট গ্রামের সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেনের পুত্র। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপ কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার চর নতুন বন্দর পোর্ট গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী রকিব হাসান রফিকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময়তার বাড়ির কক্ষে থাকা আলমারি ২টি ড্রয়ার এবং একটি সিন্দুকের ভিতর থেকে ২২ হাজার ৬শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ ২০ হাজার টাকা। অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী কে হাজতে পাঠানো হবে।

Post a Comment

0 Comments