বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাঁশের পন্য তৈরি করে সংসার চালান কমলা চন্দ্র



এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় দীর্ঘ দিন ধরে বাঁশের পন্য তৈরি করে অন্যের কাছে বিক্রি করে সংসার চালান কমলা চন্দ্র। খুটামারা ইউনিয়নের টেংগনমারী বাজার সংলগ্ন ৭ নং ওয়ার্ড এলাকার মৃতঃ কার্তিক চন্দ্র এর ছেলে কমলা চন্দ্র (৫০)। তার পরিবারে তিনি সহ ৫ জন রয়েছে।সে বাঁশ ক্রয় করে এনে নিজেই চাঙারি,ডালি তৈরি করে অন্যের কাছে বিক্রয় করে চাল- তরি তরকারি কিনে কোনরকমে সংসার চালায়।সে কাজ শুরুকরে সকাল বেলা কখন যে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় বোঝার কোন উপায় নেই।কমলা চন্দ্রের সাথে কথা হলে তিনি বলেন আমি বাঁশ কিনে নিয়ে এসে নিজেই ডালি,চাঙারি তৈরি করে অন্যের কাছে বিক্রি করে সংসার চালাই।তবে বিক্রি করে যে আয় হয় এতে করে আমার সংসার চলে কোনভাবে। আরও বলেন দিনে ৪ টা থেকে ৫ টা চাঙারি তৈরি করি এবং ডালি দিনে ২টা তৈরি করি। ১ টা ডালি ১ শত ২০ টাকা দামে বিক্রি করি ও জোরা চাঙারি ১ শত ২০ টা দামে বিক্রি করি । এ সব বিক্রি করে যা আয় হয় তাই দিয়ে কোন রকম আমার সংসার চলে। কষ্টের কথা কাকে বলবো বাবা তাই এভাবে চলছি। সন্তান ও স্ত্রী নিয়ে অনেক কষ্টে আছি।

Post a Comment

0 Comments