বিজ্ঞাপন দিন

রংপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত



জলঢাকা প্রতিনিধিঃরংপুরের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ১ম পর্বের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে (১৫ই ফ্রেবুয়ারী) সকাল ১০টায় ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঔই নবীনবরণ অনুষ্ঠিত হয়।এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং এর মহাপরিচালক মোঃ আবু জুবাইর হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোঃরফিকুল ইসলাম,উপাধ্যক্ষ মোঃ শামসুদ্দিন মিঞা,মূখ্য প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান সরকার,ষষ্ঠি চন্দ্র রায়,অশোক কুমার রায়,মোঃ আফজাল হোসেন,আঞ্চলিক বেতার কৃষি অফিসার মো: শাহাদৎ হোসেন,উর্ধ্বতন প্রশিক্ষক সিফাত আরা,শরীফা জান্নাত,৭ম পর্বের শিক্ষার্থী মলয় কুমার সাগর প্রমূখ।এ বছর ইনস্টিটিউটের ১ম পর্বে ১৯৩ জন শিক্ষার্থী ভর্তি হয়।ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং শেষে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাস এর বিভিন্ন কাঠামোর সাথে পরিচয় করে দেওয়া হয়।

Post a Comment

0 Comments