আবেদ আলী স্টাফ রিপোর্টারঃনীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২০২৩ সালের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানী, তথ্য ও ইতিহাস বিকৃতি, প্লেজারিজম এবং ধর্ম ও জাতি স্বত্বাবিরোধী বিষয়বস্তু সংযোজন বাতিল ও ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাদ আসরইসলামী আন্দোলন বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে বায়তুন নুর জামে মসজিদ হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ের সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। পরেইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা সিঃ সহ সভাপতি প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ সভাপতি ইবনে তবির সোপান, হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম ও খাইরুল আলম মোড়ল প্রমুখ।
শান্তিপূর্ণ এ মিছিল ঘিরে পুলিশের ছিল ব্যাপক উপস্থিতি।
0 Comments