বিজ্ঞাপন দিন

জলঢাকায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় তিস্তা সেচ ক্যানেলে(নীলসাগর) গোসল করতে গিয়ে ব্রিজ থেকে লাফ দিয়ে সাজ্জাদ হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ১২ টার দিকে উপজেলার বগুলাগাড়ী এলাকার সেচ ক্যানেলে(নীল সাগর) এ ঘটনা ঘটে।সাজ্জাদ হোসেন উপজেলার আদর্শ পাড়া মাথাভাঙ্গা এলাকার আমজাদ হোসেনের ছেলে। সে জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ফুটবল খেলে এলাকার ছেলেদের সাথে গোসলের জন্য তিস্তা সেচ ক্যানেল(নীল সাগর) যায় সাজ্জাদ। এসময় ক্যানেলের ব্রিজ থেকে লাফ দিলে পানি থেকে আর উঠেনি সে। পরে সাথে থাকা লোকজন খুজে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নীলসাগরে গোসল করতে গিয়ে ব্রিজ থেকে লাফ দিয়ে সেখানে তলিয়ে যায়। পরে সাথে থাকা ছেলে ও আসে পাশের লোকজন থাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ততক্ষনে সে মারা যায়। শরীরে কোথাও আঘাতে চিহ্ন নেই। পুলিশের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে।জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, এঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউডি মামলা করা হয়েছে। 

Post a Comment

0 Comments