বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর জলঢাকায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সুশীল সমাজের ব্যক্তিগন উপস্থিত ছিলেন। জানা যায়,এ বছর জলঢাকা উপজেলায় ৫ হাজার ৮০০ জন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের এবং ৫০ হাজার ৬৪২ জন ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় আগামী ২০ ফেব্রুয়ারী নিকটস্থ ক্যাম্পেইন কেন্দ্রে এসে নির্ধারিত বয়সী শিশুদেরকে 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য  অভিভাবকদের প্রতি অনুরোধ জানান,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা।


Post a Comment

0 Comments