বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তুরিন আফরোজ ফাউন্ডেশনের স্বরণকালের র‍্যালী



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ  নীলফামারীর জলঢাকায় ওমর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ  দিবস উপলক্ষে স্বরণকালের র‍্যালী করেছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন।মঙ্গলবাব (২১ ফেব্রুয়ারি) সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হতে র‍্যালীটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণ হারায় বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা।এসময় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক সহ সকল কর্মীরা উপস্থিত ছিলেন।পরে ফাউন্ডেশন কার্যালয়ে আলোচনা সভা এবং সকল ভাষা শহীদের আত্বার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।


Post a Comment

0 Comments