বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত



এরশাদ আলম জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৩ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত । ২৫ ফেব্রুয়ারী শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী  লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু,উপজেলা সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, উপজেলা পঃপঃ ওস্বাস্থ্য কর্মকর্তা রেজওয়ানুল কবীর,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফেরদৌসুর রহমান,গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার,জেলা (বিডিএফএ) এর সাধারণ সম্পাদক বেলাল হোসেন,পশু চিকিৎসক ফারুক হোসেন,নুরুজ্জামান প্রমুখ।পরে অতিথি বৃন্দ বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেন। উক্ত প্রদর্শনীতে ৪২ টি খামারী স্টল অংশগ্রহণ করেছেন এ প্রদর্শনীতে প্রায় ৩ শতাধিক খামারী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জোবায়ের আহমদ। বক্তারা বলেন,প্রাণিসম্পদ উৎপাদন কৃষি, দুগ্ধজাত পন্যর বাজার সৃষ্টি, উন্নত জাতের গরু ও হাসঁ মুরগী প্রদর্শন  বিজ্ঞান ভিত্তিক লালন পালন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান ও সর্বোপরি নিরাপদ প্রানিজ আমিষ নিশ্চিত করা।

Post a Comment

0 Comments