বিজ্ঞাপন দিন

জলঢাকায় সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

মঙ্গলবাব (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের দিঘীর পাড় স্বাস্থ্য কেন্দ্র মাঠে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। 

১১ নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক এর সভাপতিত্বে অনু্ষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল গফ্ফার, অভিনন্দন সংস্কার নির্বাহী পরিচালক কাঞ্চন কুমার রায়, নারী উদ্যোক্তা শিরিন আক্তার আশা, সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস) জলঢাকা ইউনিটের টেকনিক্যাল ট্রেইনার আরজিনা বেগম, ইউপি সদস্য আলমগীর হোসেন ও মায়া রানী প্রমুখ। 

এসময় প্রজেক্টটির প্রশিক্ষণ প্রাপ্ত নারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments