মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া, সাংস্কৃতিক, কাবিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারী) সকালে দিনব্যাপী এই প্রতিযোগিতা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম। এতে বালক বালিকা গ্রপে ৫৬ টি ইভেন্টে ক ও খ গ্রুপে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের বিজয়ী শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে উপজেলা পর্যায়ে বিজয়ী ছেলে মেয়ে গ্রুপে ৫৬ টি ইভেন্টে ১৬৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার, সহকারী শিক্ষা অফিসার মুশফিকুর রহমান, আব্দুল মান্নান, নিলুফা আকতার, হাবিবুর রহমান, আনোয়ারুল কবীর রতন ও হারুন অর রশীদ প্রমুখ। উপজেলা শিক্ষা অফিস এইপ্রতিযোগিতাের আয়োজন করে।#
0 Comments