বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকা উপজেলায় ৪র্থ ব্যাচের শিক্ষকদের বিদ্যালয় পর্যায়ে জেন্ডার সমতা কার্যক্রম (জেমস কারিকুলাম) বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু  হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে জলঢাকা অফিসার্স ক্লাব হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, বিদ্যালয়ে শুষ্ঠ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য কিশোর কিশোরীদের মাঝে জেন্ডার সমতার মুল্যবোধ, প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে ধারনা দিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পরিচালনা করেন ওসমান গনী ও মাহমুদা সিদ্দীকা। এসময় উপস্থিত ছিলেন জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার দুলাল চন্দ্র, ফিল্ড অফিসার খুরশিদা রহমান ও ডালিম কুমার। ইউরোপীয়ান ইউনিয়ন এবং অস্ট্রিয়ান ডেপল্পমেন্ট কোপারেশন এর অর্থায়নে জানো প্রজেক্টের সহায়তায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রশিক্ষণে ৩৪ জন শিক্ষক অংশগ্রহণ করে।



Post a Comment

0 Comments