বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন সাবেক রাষ্ট্রদূত ড. নিম চন্দ্র ভৌমিক



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থেকে আবারো নৌকার বিজয় আনার আহ্বান জানিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।গতকাল শনিবার নীলফামারীর জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সৌজন্যে দিনব্যাপী বিনামূল্যে অনু্ষ্ঠিত চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক একটি দেশ। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত পরিবেশের গণতান্ত্রিক আইনের শাসন থাকবে বাংলাদেশে। কিন্তু পাকিস্তানের দালালরা বাংলাদেশকে অসাম্প্রদায়িক, উন্নয়নশীল ও দারিদ্র্যমুক্ত হিসেবে দেখতে চায় না।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আবারো তার সরকারের কোনও বিকল্প নেই। ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন, এলাকার অবহেলিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা সহ বিভিন্ন সামাজিক কাজ নিয়ে তুরিন আফরোজ যা করছেন, আমি মনে করি এটা আপনাদের সার্বিক সহযোগীতা এবং আগামীতে তিনি যেনো আরো ভালকিছু করতে পারেন সে ব্যাপারে যেনো একটা অবস্থান সৃষ্টি হয়।আগামীতে বাংলাদেশকে মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার জন্য যেভাবে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে ’৭০ ও ’৭১ সালে ঐক্যবদ্ধ হয়েছি, সেই একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, ঘুষ, দুর্নীতি, মাদক এবং টাকা পাচারকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার কৈমারী ইউনিয়নের রথ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রংপুর দর্শনা দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনায় চতুর্থ তম এই চক্ষু শিবির অনু্ষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোপাল, কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক ও দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ডাঃ মোশফিকুর রহমান, ফিল্ড কো-অরডিনেট সদরুল হাসান রাজু সহ ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সকল কর্মীরা উপস্থিত ছিলেন। চতুর্থ দিনের চক্ষু শিবিরে প্রায় ৫ শতাধিক নারী ও পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এদের মধ্যে অর্ধশত রোগীকে তাদের  চোখের সানি অপারেশন করার জন্য রংপুরে নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments