বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তঃ উপজেলা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত



এরশাদ আলম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: "খেলা ধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মীরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আন্তঃ উপজেলা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট খেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মীরগঞ্জহাট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে মীরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় ও খেলোয়াড় কল্যাণ সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত খেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। 


পরে প্রধান অতিথি,আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথি বৃন্দগনকে ফুলদিয়ে বরণ করেন। অত্র টুর্নামেন্টের সভাপতি মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিকের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সদস্য ও উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আখতারুজ্জামান বাবু। খেলার উদ্বোধন করেন মীরগঞ্জহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মিজানুর রহমান,ব্রান্ড এম্বাসেডর হিসেবে ছিলেন সোনালী ব্যাংক মীরগঞ্জ শাখার ম্যানেজার মনসের আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আজম বাদশা সাবু, মৃনাল বিশ্বাস,মীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা,যুবনেতা হারুন-অর-রশিদ রাসেল,মীরগঞ্জ ইউনিয়ন তাঁতী লীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, আল মুসলিম গ্রুপের এজিএম রবিউল আলম উৎসব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনোয়ার হোসেন লিটন, মীরগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রতন বসাক, শিমুলবাড়ী ইউনিয়ন যুবলীগের নেতা শফিউল্লাহ শফি, মীরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম মাজেদ সহ স্থানীয় গন্যমান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গ। 


সার্বিক সহযোগীতায় প্রভাষক খালেকুজ্জামান রনি  ও মীরগঞ্জ হাট খেলোয়ার কল্যান সমিতির সভাপতি গোলাম রব্বানী, সাধারন সম্পাদক শামীম ইসলাম সোহাগ। রেফারীর দায়িত্ব পানল করে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুকুল ইসলাম, ফেরদৌস আলম ও ধনঞ্জয় রায়।

প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় স্বাগতিক মীরগঞ্জ খেলোয়াড় কল্যান সমিতি  ৩-০ গোলে পরাজিত করে ডিমলা নাউতারা খেলোয়ার কল্যান সমিতিকে।

Post a Comment

0 Comments