বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তর্জাতিক মাতৃ ভাষা ও শহীদ দিবস পালন করেন উপজেলা আওয়ামীলীগ

জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে পৌর আওয়ামীলীগ অফিস কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধমিত করে শোক পতাকা উত্তলন,কালো ব্যাচ ধারন এর মাধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। জলঢাকা দলীয় কার্যালয়ে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনশেষে পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা সরকারী কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,সাধারন সম্পাদক আবু সাইদ শামীম,সিনিয়র সহ সভাপতি একে আজাদ,পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের,মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,বালাগ্রাম ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার,কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক সহ সকল সহোযোগী সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments