বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তর্জাতিক মাতৃ ভাষা ও শহীদ দিবস পালন করেন জাতীয়তাবাদী যুবদল



জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় অমর ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃ ভাষা ও শহীদ দিবসে ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের অস্থায়ী কার্যালয় থেকে একটি শোক র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক হারুনার অর- রশিদ জোয়াদ্দার,সদস্য সচিব শাহিনুর হক বাবু,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, এমদাদুল হক, মনিরুজ্জামান মিল্টন,মামুনার রশিদ মান্দু,হাবিবুর রহমান সামুন,পৌর যুবদলের আহবায়ক শেখ সাদি লাভলু,সদস্য সচিব আরিফুজ্জামান রিপনসহ পৌর ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে তাদের অস্থায়ী কার্যালয় আলোচনা সভায় মিলিত হয়।

Post a Comment

0 Comments