বিজ্ঞাপন দিন

জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা কলেজ এর উদ্যোগে ৭ই মার্চের কর্মসূচী পালন



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে রাবেয়া চৌধুরী মহিলা কলেজ। এ উপলক্ষে মঙ্গলবাব সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে গিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে কলেজে আলোচনা সভা করা হয়। এসময় রাবেয়া চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত বলেন, জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায়।

Post a Comment

0 Comments