বিজ্ঞাপন দিন

জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সৌজন্যে বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনু্ষ্ঠিত



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় অসহায় দুস্ত মানুষের কল্যাণে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সৌজন্যে বছরব্যাপী আয়োজিত চক্ষু চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে চক্ষু শিবির ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ ২০২৩) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্কুল মাঠে রংপুর দর্শনা দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনায় ৬ম তম এই চক্ষু শিবির ক্যাম্প অনু্ষ্ঠিত হয়।চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি এলাকার অসহায় দুস্ত মানুষদের বছরব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রয়েছে। বিনিময় আপনাদের মনে আমার জন্য জায়গা হলেই হবে।এসময় ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, ডাঃ মোসফেকুর রহিম, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ফিল্ড কো-অরডিনেট সদরুল হাসান রাজু, ফিল্ড অর্গানাজার রেজাউল ইসলাম রিপন ও মেহেদী হাসান মুন্না  সহ ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সকল কর্মীরা উপস্থিত ছিলেন। 


বিনামূল্যে অনু্ষ্ঠিত এ চক্ষু শিবির ক্যাম্পে পল্লীর নারী ও পুরুষদের ছিল ব্যাপক উপস্থিতি। এদের মধ্যে অপারেশন যোগ্য রোগীদের রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়েছে।


Post a Comment

0 Comments