বিজ্ঞাপন দিন

জলঢাকায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামীলীগের আলোচনা সভা অনু্ষ্ঠিত



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭১ এ অগ্নিঝরা ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ স্বরণে আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে মঙ্গলবাব সকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল গফ্ফার, ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার, পৌর আওয়ামীলীগের সভাপতিসাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালাউদ্দিন কাদের প্রমুখ। আলোচনা সভায় অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায়।


Post a Comment

0 Comments