বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাভাবিক প্রসব জারদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় ‘ইউনিয়ন স্বা¯্য ও পরিবার কল্যাণ কদ্র ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সবা জারদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়ছ। বুধবার (১৫ মার্চ) উপজলা পরিবার পরিকল্পনা কার্যালয়র আয়াজন উপজলা পরিষদ হলরুম দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরর এমসিএইচ-সার্ভিসস ইউনিটর ব্যব¯াপনায় এবং উপজলা পরিবার পরিকল্পনা অফিসার হাসীম এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখন,রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরর পরিচালক দওয়ান মার্শদ কামাল,ডপুটি প্রাগ্রাম ম্যানজার (মাতস্বা¯্য) ডাঃ আ.ন. মাস্তফা কামাল মজুমদার,জলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরর উপ-পরিচালক ডাঃ মাজাম্মল হক,উপজলা পরিষদ চয়ারম্যান আব্দুল ওয়াহদ বাহাদুর,ভাইস চয়ারম্যান গালাম আযম এলিচ,উপজলা স্বা¯্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু রজওয়ানুল কবীর প্রমুখ। কর্মশালায় উপজলার ১১ টি ইউনিয়নর ইউ'পি চয়ারম্যানগন, বিভিন অধিদপ্তরর কর্মকর্তাবদ, ইউনিয়ন পর্যায় কর্মরত পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারীসহ ¯ানীয় সংবাদকর্মীরা উপ¯িত ছিলন। কর্মশালায় স্বাভাবিক প্রসব জারদারকরণ সকলর সম^য় সামাজিক আদালন গড় তালার আহবান জানান বক্তরা।


Post a Comment

0 Comments