বিজ্ঞাপন দিন

জলঢাকায় একইস্থানে দুই দলের সমাবেশ ডাকায় আওয়ামীলীগ ও জাপা'র মধ্যে উত্তেজনা



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃনীলফামারীর জালঢাকায় একইস্থানে দুই দলের সমাবেশ ডাকায় আওয়ামীলীগ ও জাপা'র মধ্যে সৃষ্টি হয় চরম উত্তেজনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) দিনগত রাতে দু'পক্ষের বিক্ষোভ মিছিলের পর স্থানীয় জিরোপয়েন্ট মোড়ের সমাবেশকে কেন্দ্র  করে এ উত্তেজনা সৃষ্টি হলে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে যেকোনো মুহুর্তে সংঘর্ষে রুপ নিতে পারে এমনটাই তাদের মাঝে বিরাজ করছে। স্থানীয়রা জানায়, নীলফামারী- ৩ জলঢাকা আসনের এমপি রানা মোহাম্মদ সোহেল এর বিরুদ্ধে গত ১৮ মার্চ "জমি কেড়ে এমপি'র চা বাগান" শিরোনামে সমকাল ও নিউজ ২৪ মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় গত বুধবার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করে ছিল জাতীয় পার্টি। সেই সমাবেশে জাপা নেতারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফাকে কটুক্তি করে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় বিক্ষুব্ধ হয় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই প্রতিবাদে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো বৃহস্পতিবার জিরোপয়েন্ট মোড়ে মাইকিং করে বিক্ষোভ সমাবেশর আহবান জানায়। এদিকে এর পরপরেই একইস্থানে সমাবেশের ডাক দেয় এমপি রানার সমর্থক ও স্থানীয় জাতীয় পার্টি। 

সন্ধ্যায় আওয়ামীলীগ শহরে বিক্ষোভ মিছিল শেষে জিরোপয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ওই সময় জাতীয় পার্টির একটি ঝটিকা মিছিল বের হলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।থানা পুলিশ বাধা দিলে সরকার দলীয় নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে গিয়ে মিলিত হন। সেখানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনু্ষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম, সহ সভাপতি অধ্যক্ষ একে আজাদ, মোকলেছুর রহমান সঞ্জু, যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের, সাংগঠনিক শফিকুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বাবলা, পৌর আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান প্রাণজিৎ কুমার পলাশ, যুবলীগ নেতা আক্তারুজ্জামান বাবু, গোলাম মোস্তফা সোহাগ, আজম বাদশা সাবু ও মৃনাল বিশ্বাস প্রমূখ। বক্তারা বলেন, বর্তমান এমপির সকল ব্যবসা পঞ্চগড়ে। ঘটনা টি ঘটেছে পঞ্চগড়ে আর ওই স্থান থেকে সংবাদ পরিবেশিত প্রকাশিত হয়েছে। কিন্তু ওই ঘটনার রেশ টেনে একটি কুচক্রী মহল তারা বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের দূর্নীতি ও অপকর্মকে আড়াল করতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালাচ্ছে। তারা আরো বলেছেন, জলঢাকার মাটি, আওয়ামীলীগের ঘাটি, এখানে নৌকার শ্লোগান হবে, শেখ হাসিনার শ্লোগান হবে। অপরদিকে জাতীয় পার্টির শহর জুড়ে মিছিল করে একইস্থান জিরোপয়েন্ট মোড়ে সমাবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। 

Post a Comment

0 Comments