বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় পাটির বিক্ষোভ ও মানববন্ধন



রাশেদুজ্জামান সুমন জলঢাকা নীলফামারী প্রতিনিধি নীলফামারী জলঢাকায় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে" জমি কেড়ে  নিয়ে এমপি রানার চা বাগান " এরকম মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয় পাটি। বুধবার দুপুরে জিরো পয়েন্ট মোড়ে উপজেলা ও পৌর জাতীয় পাটির আয়োজনে এ মানববন্ধনে হাজার হাজার মানুষ  অংশগ্রহণ করেন। উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপা নেতা আব্দুল্লা হেল বাকি, তোফায়েলুর রহমান পায়েল, পৌর জাতীয় পাটির সভাপতি আনিসুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, যুব সংহতির সভাপতি বাবলুর রহমান, পৌর যুব সংহতির সভাপতি জাকির হোসেন হাসু, সেচ্ছাসেবক পাটির সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র সমাজের সভাপতি আবু রায়হান প্রমূখ। এসময় উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু বলেন মেজর রানা একজন সৎ লোক। গত চার বছর ধরে তিনি এই এলাকার এমপি। এতদিনে কেউ কোন অনিয়ম খুজে পায়নি। আর উনি নাকি পঞ্চগড়ে জমি দখল করেন?  এটা সম্পুর্ন মিথ্যো, বানোয়াট, ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত ও কাল্পনিক। আমি এই সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ওনার জনপ্রিয়তা দেখে কিছু অসৎ লোক  মিথ্যা গুজব ছড়াচ্ছেন।এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। উল্লেখ্য গত ১৮ মার্চ চ‍্যানেল 24 ও সমকাল পত্রিকায় পঞ্চগড় জেলায় জমি কেড়ে এমপি রানার চা বাগান নামের সংবাদ প্রকাশ হয়।


Post a Comment

0 Comments