বিজ্ঞাপন দিন

জলঢাকায় ঐতিহাসিক ৭ই মার্চের কর্মসূচী পালিত



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। মঙ্গলবাব সকালে উপজেলা ও থানা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা ছাড়াও রাবেয়া চৌধুরী মহিলা কলেজ ও উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষার্থীরা বঙ্গবন্ধু চত্বরে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল গফ্ফার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক ও অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত প্রমুখ। পরে উপজেলা পরিষদের উম্মুক্ত মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের নিয়ে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments