বিজ্ঞাপন দিন

জলঢাকায় ১ম রোজার জুমার নামাজ আদায়


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকা উপজেলায় রমজানের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার পৌরশহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার বড় জামাত অনুষ্ঠিত হয়। রমজানে জুমার নামাজের গুরুত্ব অপরিসীম তাই এই নামাজে অংশ নিতে মসজিদে মসজিদ ভিড় করেন মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে নিজের এবং দেশের মানুষের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এসময় নামাজের আগে খুতবায় রমজানের আমলের গুরুত্ব এবং  যাকাত আদায়ের গুরুত্ব ও কারা যাকাতের হকদার তা তুলে ধরে আলোচনা করেন ইমামগন।এদিকে জলঢাকা বায়তুন নুর মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান বলেন, এই মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। এই মাসে কোরআন তেলোয়াতের ফজিলত অনেক বেশি। তাই এ মাসে আমাদের উচিত বেশি বেশি কোরআন তেলোয়াত করা।

তিনি আরও বলেন, শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যায় যারা খতম তারাবি পড়তে পারেন না, তারা সূরা তারাবি পড়বেন। কিন্তু নামাজ বাদ দেবেন না।

Post a Comment

0 Comments