জাহিনুর ইসলাম জীবন স্টাফ রিপোর্টার :
নীলফামারীর জলঢাকায় বুধবার রাতে বিভিন্ন স্থান থেকে জুয়ার সরঞ্জামাদীসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, গোলনা কালীগঞ্জ পূর্ব পাড়ার সামছুল হকের ছেলে মোস্তফা ইসলাম (৪০), একই স্থানের আবুল তালেবের ছেলে জসিয়ার রহমান (২৫), আবু বক্করের ছেলে মোকলেছার রহমান (৩৫), প্রয়াত হরিশ্চন্দ্রের ছেলে আকাশ চন্দ্র (২৮), সন্তেষ আলীর ছেলে আমজাদ আলী (২৫) অপর দিকে ডিমলা ঝুনাগাছ চাপানীর ধুমপাড়ার আফছার আলীর ছেলে ফজলু (৪৫), প্রয়াত কাশেম আলীর ছেলে হালিমুর রহমান ওরফে টনি (৩৫), চাপানী কাকিনা বিন্যাকুড়ি নেলভেলু এলাকার প্রয়াত জমির উদ্দিনের ছেলে মাহিবার রহমান (৪০)। খেলা চলাকালীন সময়ে এসআই খোরশেদ ও এএসআই মাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থল থেকে জুয়ারীদের আটক করে নীলফামারী জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম বলেন, জুয়ারীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।
0 Comments