বিজ্ঞাপন দিন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করেনা, মানুষকে দিনের পথে আসার আহবান করে ঃ জলঢাকায় দ্বী-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুনগত পরিবর্তনের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বী-বার্ষিক সম্মেলন ২০২৩ অনু্ষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২মার্চ) বিকেলে উপজেলা টিএনটি অফিস সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে এক সমাবেশ অনু্ষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মৌলভী মুহাম্মদ ইয়াসিন আলী তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করেনা। মানুষকে দিনের পথে আসার আহবান করে আর অন্যান্য দলের নেতারা ক্ষমতায় গিয়ে মানুষকে শোষণ করে নিজের আখের গোছায়। অনুষ্ঠানে প্রধান বক্তা জেলা সেক্রেটারি প্রকৌশলী হাবিবুর রহমান। এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম, জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ছগির আলম, উপজেলা সেক্রেটারি শরিফুল ইসলাম, সহ সভাপতি ইবনে তবির সোপান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মাইমুন ইসলাম মিঠুন, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি সামছুল আলম প্রমুখ। পরে দ্বিতীয় অধিবেশনে আমজাদ হোসেন সরকারকে সভাপতি ও ইবনে তবির সোপানকে সেক্রেটারি করে ৫৩ সদস্যের মধ্যে ৫ জনের নাম উল্লেখ করে কমিটি ঘোষণা করা হয়। শেষে রমজান মাসের পবিত্রতা রক্ষায় শহরে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

Post a Comment

0 Comments