বিজ্ঞাপন দিন

জলঢাকায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত



এরশাদ আলম, জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করা হয়েছে। রোববার(২৬ শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয় । জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন গুলো সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পুলিশ প্রসাশন,আনছার বাহিনি,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স,বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর জলঢাকা সরকারি কলেজের মাস্টার প্যারেড এবং বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা শেষে উপজেলা প্রশাসন,থানা পুলিশ,পৌরসভসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগনকে সন্মাননা ক্রেস প্রদান করা হয়।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিন্নাতুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা,থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির,ওসি (তদন্ত) আব্দর রহিম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান,মোসলেম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ার বেগম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিন, সদস্য এরশাদ আলম,মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা প্রমূখ। 

Post a Comment

0 Comments