বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় বীমা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত



এরশাদ আলম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ"আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ" এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় জাতীয় বীমা দিবস -২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বেরহয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভা মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিন্নাতুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জলঢাকা ব্রাঞ্চ কো - অর্ডিনেটর ও ইনচার্জ আলমগীর হোসেন, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ম্যানেজার আবু বক্কর সিদ্দিক,মেটলাইফ ইন্সুরেন্স এর ইউনিট ম্যানেজার আলমগীর হোসেন ওউপজেলার কর্মরত সকল বীমা কোম্পানীর নেতৃবৃন্দ সহ অনেকে।প্রধান অতিথি বক্তব্য বলেন,১৯৬০ সালের পহেলা মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর জন্য এটা ছিল রাজনীতির বাইরে প্রথম কোনো প্রতিষ্ঠানে চাকরি করা।ফলে দিনটিকে প্রতি বছর বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা।এসময় তিনি আরও বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীমা গুলোকে সহযোগীতা করে আসছেন। শুধু তাই নয় বীমা গুলোতে প্রধানমন্ত্রীর অবদান রয়েছে। 

Post a Comment

0 Comments