বিজ্ঞাপন দিন

জলঢাকার এমিপি রানা'র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর- ৩ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে" জমি কেড়ে এমপি রানা'র চা বাগান " শিরোনামে প্রকাশিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় পাটি। বুধবার (২২ মার্চ) দুপুরে জলঢাকার জিরো পয়েন্ট মোড়ে উপজেলা ও পৌর জাতীয় পাটির আয়োজনে ঘন্টাব্যাপী অনু্ষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনটির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাপা নেতা আব্দুল্ল্যা হেল বাকি, তোফায়েলুর রহমান পায়েল, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিছুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, যুব সংহতির সভাপতি বাবলুর রহমান, পৌর যুব সংহতির সভাপতি জাকির হোসেন হাসু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র সমাজের সভাপতি খন্দকার জিনাদ আবু রায়হান প্রমূখ। বক্তারা বলেন, এমপি মেজর রানার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, কারণ সামনে নির্বাচন। মেজর রানা গত চারবছরে এমপি'র দায়িত্ব পালন করছেন, তিনি নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে কোথাও দুর্নীতির ছোয়া তাকে স্পর্শ করতে পারেনি। ১৯৯৬ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময় টাকা রোজগার করে জমি ক্রয় করেছেন। সে সময় জমির মুল্য কমছিল। একটি কুচক্রী মহল সংবাদকর্মীদের ভুল তথ্যদিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এসমাবেশে। উল্লেখ্য গত ১৮ মার্চ চ‍্যানেল 24 ও সমকাল পত্রিকায় পঞ্চগড় জেলায় জমি কেড়ে এমপি রানার চা বাগান নামের সংবাদ প্রকাশ হয়।

Post a Comment

0 Comments