বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৫ম জাতীয় ভোটার দিবস পালিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়  ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’-। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে মাথাভাঙ্গা এলাকা পরিদর্শন করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে  আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, একাউন্টস অফিসার  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ বিভিন্ন  দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সর্বস্তরের জনগন। এসময়  উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ১৫ জন। এখন পর্যন্ত যে ব্যক্তি ভোট তুলেনি, তারা অনলাইনে আবেদন করে ভোটার হতে পারবে এবং যারা স্মার্ট কার্ড গ্রহন করেননি তারা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড নিতে পারবে। উপজেলা নির্বাচন অফিস এই কর্মসুচি পালন করে।#

Post a Comment

0 Comments