বিজ্ঞাপন দিন

জলঢাকার মীরগঞ্জহাট ডিগ্রী মহাবিদ্যালয়ের সভাপতি পদকে কেন্দ্র করে বাক-বিতন্ডা ॥ গ্রেফতার-১

জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় গতকাল সোমবার মীরগঞ্জহাট ডিগ্রী মহাবিদ্যালয়ে সভাপতির পদটিকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ও গভনির্ং বডির সদস্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এরই সূত্র ধরে প্রতিষ্ঠান সভাপতি স্থানীয় জনগণের তোপের মুখে পরে। একপর্যায়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পরে স্থানীয় জনগণ ও সভাপতির লোকজনের মধ্যে। এ সময় প্রতিষ্ঠান সভাপতি এ.কে আজাদ লাঞ্ছিত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ ঘটনায় স্থানীয় থানায় সোমবার একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ০৬/২৩ইং। মামলায় এজাহারভূক্ত আসামী ১৪ জন, অজ্ঞাতনামা ৭০/৮০ জন। এরমধ্যে ৩নং আসামী পশ্চিম শিমুলবাড়ীর হাফিজুল ইসলাম হাফির ছেলে মঞ্জুরুল ইসলাম সবুজ (৩৩) কে থানাপুলিশ গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, মামলা সূত্রে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, ২০২১ সালের ৫ই মার্চ খয়রাত হোসেনকে ২ বছরের জন্য গভর্নিং বডির সভাপতি অনুমোদন করেন জাতীয় বিশ^বিদ্যালয়। হঠাৎ করে কমিটির মেয়াদ থাকাকালীন গত বছরের ৩১ মার্চ এ.কে আজাদকে সভাপতি করলে গভর্নিং বডি ও জনগণের মধ্যে শুরু হয় কানাঘুষা ও নানান আলোচনা। ফলশ্রুতিতে গতকাল সোমবার আজাদপক্ষ ও জনগণের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হলে ঘটনাটি ঘটে।

Post a Comment

0 Comments