ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় চরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) ৩৩ জন সুবিধাবঞ্চিতদের মাঝে ৯৯ টি ভেড়া এবং ১৭ জনের মাঝে ৩৪ টি ছাগল বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনাটি হাসপাতাল। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব ছাগল ও ভেড়া বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফেরদৌসুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মুনতাসীর মাহমুদ প্রমুখ।
0 Comments