বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভিডব্লিউবি কার্ড বিতরণ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ভিডব্লিউ চক্রের উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় ৩ শত উপকারভোগী নারীর মাঝে এসব কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ট্যাক অফিসার মোখছেদুল হক ও একাউন্টস অফিসার সুরেশ চন্দ্র রায় প্রমুখ। অফিস সুত্রে জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসুচির নতুন নামকরণ করা হয়েছে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)। এখন থেকে নতুন নামের কর্মসুচির আওতায় দরিদ্র নারীরা উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত হবেন। মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে শৌলমারী ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করে।

Post a Comment

0 Comments