বিজ্ঞাপন দিন

কুড়িগ্রামে ৩ ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (০২ এপ্রিল) বেলা ১২ টায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাট এবং ভূরুঙ্গামারী বাজার এলাকায় অভিযান চলাকালে জারিমানা করেন ভোক্তা অধিকার। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আইসক্রিমের মোড়কে কারখানার নাম, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ইত্যাদি না থাকায় ধামেরহাটে অবস্থিত শান্ত আইসক্রিম কারখানাকে ৫ হাজার টাকা, তরমুজের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাগলাহাট রোডের একতা ফল ভান্ডারকে ২ হাজার টাকা, অত্যধিক মুনাফায় তৈরি পোশাক বিক্রয়ের অপরাধে ভূরুঙ্গামারী বাজারে অবস্থিত ইজি কালেকশনকে ১০ হাজার টাকা সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাজার অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক এবং কুড়িগ্রাম আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

Post a Comment

0 Comments