মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বর্নিল আয়োজনে নীলফামারীর জলঢাকা উপজেলায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে নানান সাজে সজ্জিত শোভাযাত্রা বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল ইসলাম, মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, অফিসার ইনচার্জ ফিরোজ কবির, সাবেক কাস্টমস কর্মকর্তা আব্দুস সালাম ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন প্রমুখ। শোভাযাত্রা কে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানান সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এছাড়াও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়। উপজেলা প্রশাসন এসব কর্মসুচি পালন করে।#
0 Comments