বিজ্ঞাপন দিন

জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ১ শত ৮৬ জন শিক্ষার্থীর হাতে এসব ট্যাব তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, চেয়ারম্যান আবু তাহের ও উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা  মনোয়ার হোসেন প্রমুখ। পরিসংখ্যান অফিস সুত্রে জানা যায় - জনশুমারীর কাজে ব্যবহার করা এসমস্ত ট্যাব শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

Post a Comment

0 Comments