মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃকেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল বলেছেন, "আ'লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের চাওয়া-পাওয়া পুরন করেছে। যার কারনে আ'লীগ জনগণের ভোটে তিন দফা দেশ পরিচালনা করছে।" মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধায় নীলফামারীর জলঢাকা উপজেলার পেট্রোলপাম্প এলাকায় রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের গণমূখী উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ড্রাইভার ঐক্য পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মশিউর রহমান বাবু, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক কুলো চন্দ্র রায়, সদস্য সচিব এনায়েত হোসেন মুরাদ, পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ ও যুবলীগ নেতা শাহান কবীর শাহিনুর প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বর্তমান সরকার বৈশ্বিক সংকটের সময়েও দেশের মানুষের উন্নয়নে কাজ করে চলেছে। এছাড়াও তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করে দেশকে বহির্বিশ্বের বুকে দেশকে একটি মডেল রাষ্ট্রে পরিনত করেছে। পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
0 Comments