বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক ৩০ জন পরিবারের হাতে তুলে দেন ইউএনও ময়নুল ইসলাম

এরশাদ আলম, জলঢাকা( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় রোববার বিকেলে উপজেলা চত্বরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিডনী,ক্যান্সার,স্ট্রোকে প্যারালাইজড, লিভার সিরোসিস,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ৫০ হাজার টাকা করে ৩০টি পরিবারকে মোট ১৫ লক্ষ টাকার চেক হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম। চেক বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন ভেন্ডার ও সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দসহ অনেকে। উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নয়ন করা হয়েছে। তিনি মানুষের মৌলিক চাহিদা পূরণ করছেন এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সেই সাথে প্রতি বছরে ২ বার করে এ আর্থিক চেক বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments