বিজ্ঞাপন দিন

জলঢাকায় বন্যায় ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বন্যায় ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের আয়োজনে এবং বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড এর তত্ত্ববধানে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু রেজওয়ানুল কবীর,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণা কাবেরি বিশ্বাস,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ-উর রহমান মেজবা,বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড এর ওর্য়াকশপ অর্গানাইজার সাকিলুর রহমান প্রমুখ। এছাড়াও সুশীল সমাজের ব্যক্তিরা উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বন্যা শুরুর আগে বিশেষ করে চরাঞ্চলের মানুষদের শুকনো খাবার,খাবার স্যালাইন,প্রয়োজনীয় ওষুধপত্র সাথে রাখার আহবান জানান বক্তারা।

Post a Comment

0 Comments