বিজ্ঞাপন দিন

জলঢাকায় চেয়ারম্যান মশিউর রহমানের দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার বর্তমান চেয়ারম্যান ও আ'লীগ নেতা মশিউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকাল ১১ টার সময় নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এর আগে সকলের প্রিয় চেয়ারম্যান মশিউর রহমানকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ তার জানাযায় অংশগ্রহণ করে। তিনি গত শনিবার (৬মে) দুপুরে হৃদ রোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে ভর্তি করা হয়। পরে মরহুম কে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (৮ মে) সকালে তিনি মৃত্যুবরন করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ'লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আ'লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, রংপুর মহানগর আ'লীগের সাবেক সভাপতি সফিয়ার রহমান সাফি, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাবেক সভাপতি আনছার আলী মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, ইউনিয়ন চেয়ারম্যান পরিষদের সভাপতি ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, কাঠালী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন তুহিন, কৈমারীর চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম সহ জেলা ও উপজেলা আ'লীগের নেতৃবৃন্দ। এদিকে মরহুমের ছোটভাই উপজেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাহেদ আলী পরিবার পক্ষ থেকে সবার কাছে ভাই ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।

Post a Comment

0 Comments