স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আগামী ২৩ মে ২০২৩
বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষ্যে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রেজওয়ানুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা সিদ্দিকা, মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার, মিজানুর রহমান নুরুজ্জামান, জলঢাকা থিয়েটার এর সাধারণ সম্পাদক আবেদ আলী ও শিল্পকলা একাডেমীর সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভায় আগামী ২৩ মে সকালে বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপন করা হবে।
0 Comments