বিজ্ঞাপন দিন

জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত 



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ জেলা পর্যায়ে গবেষণা ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর সদরে শনিবার (২০মে) সকালে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ব্যবস্থাপনায় জুবিলী উচ্চ বিদ্যালয়ে এই ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মোঃ মামুনুর রশীদ। দিনাজপুর জেলা স্কাউটসের কমিশনার মোঃ মাতলুবুল মামুন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ লোকমান হাকিম, দিনাজপুর  আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস, জেলা স্কাউটস সম্পাদক আনিসুজ্জামান মিলন প্রমুখ। ওয়ার্কশপে স্কাউটিংয়ে গবেষণা মূল্যায়নের প্রয়োজনীয়তা, জেলা-উপজেলার সহকারী স্কাউট কমিশনার, কাব লিডার ও স্কাউট লিডারদের নিয়োগ ও কার্যপরিধি, বেসিক কোর্স পরবর্তি দল গঠনের কর্মকৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা ও সুপারিশমালা প্রণয়ন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ছেলেমেয়েকে স্কাউটিং বিষয়ক প্রশিক্ষণদান বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণে ওয়ার্কশপে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।  এতে রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ স্কাউটসের উপ প্রকল্প পরিচালক কাব স্কাউটিং মোঃ মামুনুর রশীদ ও দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ বিভিন্ন সেশন উপস্থাপন করেন। দিনব্যাপী আয়োজিত ওয়ার্কশপে স্টাফসহ বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ৬০ জন স্কাউটার অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments