মর্তুজা ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশেএক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল উপজেলা কৃষক লীগ। এ উপলক্ষে বুধবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খুটামারা ইউনিয়নের পুর্ব খুটামারা হাজীপাড়া এলাকায় উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুকের নেতৃত্বে কৃষক আল আমিনের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন তারা। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা কৃষক সভাপতি রুহাত ফারুক সাধারন সম্পাদক মোঃ মুসা আলী, সাগড় কুমার রায়, জয়দের, মানুষ বাসার সিদ্দিক সুমন, মহিদুল ইসলাম, আল আমিন, সোহেল, রানা সহ কৃষক লীগের নেতা কর্মীরা।
প্রান্তিক কৃষক আল আমিন বলেন,আবহাওয়া ও শ্রমিক সংকটের কারনে যখন আমি ধান কাটা নিয়ে খুব কষ্টের মধ্যে পড়েছি তখনই জলঢাকা উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দরা এসে আমার ধান কেটে ঘরে তুলে দিলেন। এজন্য আমি কৃতজ্ঞ।জলঢাকা উপজেলা কৃষক লীগের সভাপতি রুহাত ফারুক বলেন, ধান কাটার জন্য শ্রমিকের সংকট হওয়ার কারনে কৃষকরা ধান কাটতে পারছে না। তাই আমরা জলঢাকা উপজেলা কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষক আল আমিন ধান কেটে দেই। আমাদের এই কর্মসূচী অব্যহত থাকবে।জলঢাকা উপজেলা কৃষক লীগের সভাপতি রুহাত ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন শেখ হাসিনা"র নির্দেশে আজকে আমরা প্রান্তিক কৃষকের ধান কেটে দিলাম।
0 Comments