নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় পৌরসভার ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ হিসাবে গরু বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৬ জন ভিক্ষুকের হাতে ৬টি গরু তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক ও শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন প্রমুখ। এসময় উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক জানান, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৩ লক্ষ টাকা ব্যয়ে ৬ জন ভিক্ষুকের মাঝে ১টি করে গরু বিতরণ করা হয়। ভিক্ষুকদের আলাপ-আলোচনা, সম্ভাব্যতা ও বিকল্প কর্মসংস্থান গ্রহণের ইচ্ছা প্রকাশের মাধ্যমে অনুদান প্রদানের জন্য ভিক্ষুকদের বাছাই করা হয়। এছাড়াও
অনুদান প্রাপ্ত ভিক্ষুকগণ ভিক্ষাবৃত্তি ছেড়ে বিকল্প কর্মসংস্থান বেছে নেওয়ার ব্যাপারে অঙ্গিকার ব্যক্ত করেন। জেলা প্রশাসন ও শহর সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলর ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
0 Comments