বিজ্ঞাপন দিন

জলঢাকায় দিনব্যাপী যৌথ কর্মশালা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় "নারীর অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সু-শাসন শক্তিশালী করণে তরুন সমাজ" শীর্ষক (যুক্ত) প্রকল্পের আওতায় দিনব্যাপী যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২২ মে) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা সিএসও সভাপতি মর্তুজা ইসলামের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি অফিসার মোঃ সুমন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্বদেব রায়, মানব কল্যাণ পরিষদ যুক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর ইয়াসিন আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, দ্যা ডেইলি ইমেজ বিডির প্রতিনিধি বিধান চন্দ্র রায়, ফিল্ড ফ্যাসিলিটেটর গৌরব কুমার দাস, নিহার রঞ্জন রায়, স্কুল ফ্যাসিলিটেটর অনিতা রানী রায় প্রমূখ। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা আদান-প্রাপ্তির নিয়ম, সারা দেশে কৃষির অবদান ও কৃষকদের সহযোগিতা, বাল্যবিবাহ রোধে থানা ও মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট দপ্তর প্রধানগন। এছাড়াও কর্মশালায় নারীর অধিকার ও সুশাসন শক্তিশালী করণ সস্পর্কে আলোচনা করা হয়। নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় মানবকল্যাণ পরিষদের (এমকেপি) যুক্ত প্রকল্পের আয়োজনে কর্মশালায় সরকারি দপ্তর, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও সিএসও সদস্য ৪০ জন অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments