আবেদ আলী স্টাফ রিপোর্টারঃনীলফামারীর জলঢাকায় পল্লীর অসহায় দুস্ত মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন। আজ মঙ্গলবাব (০২ মে ২০২৩) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বালাগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্কুল মাঠে রংপুর দর্শনা দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনায় ৯ম তম এই চক্ষু শিবির ক্যাম্প অনু্ষ্ঠিত হয়।চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। তিনি বলেন, আমার ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিনিময় চাওয়ার কিছু নেই শুধু দোয়া করলেই চলবে। এসময় বালাগ্রাম ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার, ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ফিল্ড কো-অরডিনেট সদরুল হাসান রাজু ও ফিল্ড অর্গানাজার রেজাউল ইসলাম রিপন সহ ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে অনু্ষ্ঠিত এ চক্ষু শিবির ক্যাম্পে পল্লীর নারী ও পুরুষদের ছিল ব্যাপক উপস্থিতি। এদের মধ্যে প্রায় অর্ধশত রোগীকে অপারেশনের জন্য রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়েছে।
0 Comments