বিজ্ঞাপন দিন

এয়ার এ্যাস্ট্রার ঢাকা-সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনার উদ্বোধন 



মর্তুজা ইসলাম, জলঢাকাঃ ঢাকা সৈয়দপুর রুটে দেশের নতুন বেসরকারী এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। আজ রবিবার দুপুরে সৈয়দপুর এয়ারপোর্টে ফিতা কেটে এয়ার এ্যাস্ট্রার সৈয়দপুর ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এসময় বক্তব্য রাখেন এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ, সৈয়দপুর বিমান বন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জলঢাকা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল ও বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুল আলম।এই রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, এই বিমান বন্দরটি প্রমাণ করে এই অঞ্চলের মানুষের কতটা পরিবর্তন হয়েছে। সক্ষমতা বেড়েছে এমনকি অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়েছে। দিনে ৩৬টি ফ্লাইট আসা যাওয়া করছে এই রুটে। বঙ্গবন্ধু কন্যা উত্তরাঞ্চলের গেটওয়ে হিসেবে খ্যাত এই বিমান বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে পরিনত করার জন্য কাজ করছেন। এটি হলে ভারত, নেপাল ও ভুটানে এয়ারলাইন্স পরিচালিত হবে। খুব সহজে মানুষ যেতে পারবে। এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, এই রুটে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৪৯০টাকা। দিনে চারবার যাতায়াত করবে সৈয়দপুর-ঢাকা-সৈয়দপুর রুটে। এয়ার এ্যাস্ট্রার জনসংযোগ বিভাগের উপ-ব্যবস্থাপক সাকিব হাসান শুভ জানান, এয়ারক্রাফটে ৭০জন যাত্রী বহন করা যাবে। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-সিলেটের পর সৈয়দপুরে চালু হলো এর যাত্রাপথ। 

Post a Comment

0 Comments