আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সফল রাষ্ট্রনায়ক ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি
শেখ হাসিনার নির্দেশে তার দলকে আরো গতিশীল করার লক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করে দিয়েছেন নেতাকর্মীরা। গত সপ্তাহ ধরে জলঢাকা উপজেলার গোলনা, শিমুলবাড়ী, ধর্মপাল, খুটামারা, গোলমুন্ডা, মীরগঞ্জ কৈমারী ডাউয়াবাড়ি সহ সবকটি ইউনিয়নে পর্যায়ক্রমে আনুষ্ঠানিক ভাবে আ'লীগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করছেন উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। এরই ধারাবাহিকতায় গতকাল (৩০ মে) উপজেলার শৌলমারীতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আগ্রহী মানুষের ছিল উপচে পড়াভির। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক
আবু সাঈদ শামীম, সহ- সভাপতি
অধ্যক্ষ একে আজাদ, মোখলেছুর রহমান সঞ্জু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সফিকুল ইসলাম পলাশ, যুগ্ম -সাধারণ সম্পাদক আহমেদ হোসেন ভেন্ডার,
সারোয়ার হোসেন সাদের, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া বাবলা, সাবেক ইউপি চেয়ারম্যান আ'লীগ নেতা প্রাণজিৎ কুমার পলাশ, সহ- দপ্তর
সম্পাদক আহসান হাবীব সাহেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মীরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা হুমায়ুন কবির খান হুকুম আলী, ধর্মপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামিনুর রহমান ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান বাবু প্রমুখ।
0 Comments