বিজ্ঞাপন দিন

জলঢাকার ছেলে ডাঃ খন্দকার আরিফ হাসনাত ক্যান্সার বিশেষজ্ঞ



জল  ডেস্ক : ক্যান্সার আমাদের সবার কাছে একটা ভীতির নাম । কারন ক্যানসারকে মরণ ব্যাধি হিসেবে উল্লেখ করা হয় । আজকাল ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক অংশে বেড়ে গেছে । সঠিক সময়ে সু-চিকিৎসা নিতে পারলে ক্যান্সারের রোগীও সুস্থ হতে পারে । আর সঠিক সময়ে সু-চিকিৎসার জন্য প্রয়োজন ভালো একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার।  এমনই একজন ডাক্তার খন্দকার আরিফ হাসনাত । তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মাথাভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন । রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ৩৯ তম বিসিএসে জলঢাকা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন । তারপর এমডি (অনকোলজি ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  থেকে কোর্স সম্পূর্ণ করেন । এখন তিনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ। আজকের পোস্ট আমি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার রংপুরে যারা চিকিৎসা দিয়ে থাকেন। তাদের সম্পর্কে তথ্য দিব।  তাদের নাম , শিক্ষাগত যোগ্যতা, অ্যাপয়েনমেন্ট নম্বর, চেম্বারের ঠিকানা , রোগী দেখার সময় সম্পর্কে তথ্য দিব ।


ডাঃ খন্দকার আরিফ হাসনাত 

এমবিবিএস, এমডি (অনকোলজি ) 

ক্যান্সার বিশেষজ্ঞ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  

চেম্বার: পপুলার কনসালটেশন সেন্টার, রংপুর ।

ঠিকানা: ধাপ, জেল রোড,রংপুর । 


রোগী দেখার সময়: শনি থেকে শুক্র (প্রতিদিন ) বিকাল ৪ঃ০০ টা থেকে রাত ৯.০০ টা । 

সিরিয়ালের জন্য হট লাইন  : ০৯৬১৩৭৮৭৮১৩, ০৯৬৬৬৭৮৭৮১৩

Post a Comment

0 Comments