বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন ও সদস্য পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল

আজম বাদশা সাবু , জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলা গোলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাঁদের মনোনয়নপত্র উপজেলা রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীগণ হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলনা শহীদ স্মৃতি ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই বারের নির্বাচিত গোলনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আলম কবির, বাংলাদেশ আ'লীগ সমর্থিত (নৌকা প্রতীক) নিয়ে শিমুলবাড়ি বঙ্গবন্ধু সরকারী ডিগ্ৰী মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ জাহেদ আলী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলনা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব মনসুর আলী, পশ্চিম গোলনা দারুচ্ছালাম বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম ও সওকত আলী। রোববার ১৮জুন বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯জুন সোমবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫জুন এবং আগামী ১৭জুলাই /২৩,সোমবার ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হবে। অফিস সূত্রে জানা যায়, গোলনা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার , ৯শত ৪৬ । এর মধ্যে পুরুষ ভোটার ১১হাজার ২শত ৫৮ এবং মহিলা ভোটার ১০হাজার ৬শত ৮৮ । ধর্মপাল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১হাজার ৯শত ৪৪, পুরুষ ভোটার ১হাজার ৫ ও মহিলা ভোটার ৯শত ৩৯। সেখানে সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন -ফাতেমা বেগম, নেছার উদ্দিন ও ভবেশ্বর বর্মন। উপজেলা নির্বাচন অফিসার (অঃদাঃ) ও রিটার্নিং অফিসার সামসুল আযম উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গোলনা ইউ'পি চেয়ারম্যান মশিউর রহমান ও ধর্মপাল ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক আলীর মৃত্যু জনিত কারণে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

Post a Comment

0 Comments