বিজ্ঞাপন দিন

জলঢাকায় ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণে আলোচনা সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় যক্ষা নিয়ন্ত্রণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্র্যাক অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মামুন মিয়া ও যক্ষা নিয়ন্ত্রণ সহকারী বাবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রোগ্রাম অফিসার এরফান উদ্দিন। সভায় বাংলাদেশে যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা, যক্ষ্মা কী ও তার তার প্রকারভেদ, কীভাবে তা ছড়ায়, যক্ষ্মা রোগের লক্ষণ, রোগ শনাক্তকরণ, আইপিটি চিকিৎসা, টিপিটি ও এমডিআর টিবি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সরকার ও ব্র্যাকের যক্ষা নির্মূলে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। ব্র্যাকের আয়োজনে সভায় পল্লী চিকিৎসক, ওষুধ ব্যবসায়ী ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments